নওগাঁ যুবদলের আহ্বায়ক টিপু, সদস্য সচিব মুক্তার
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাসুদ হায়দার টিপুকে আহ্বায়ক ও রুহুল আমিন মুক্তারকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টিপু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সই করা এক চিঠিতে পাঁচ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশানুল ইসলাম, দেওয়ান মুস্তাকিম আহমেদ নিপু ও রুবেল হোসেন।
দলীয় সূত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালে বায়েজিদ হোসেন পলাশকে সভাপতি ও খায়রুল ইসলাম গোল্ডেনকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। পরবর্তী সময়ে বায়েজিত হোসেন জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার পর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান দেওয়ান ফারুক। সোমবার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এসআর/জিকেএস