‘আমরা আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চাই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৯ আগস্ট ২০২৩

স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন কুড়িগ্রামের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রাম সদরের শাপলা চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দায়িত্বরত ইন্টার্ন ডিএমএফ চিকিৎসকরা। এসময় বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা উপস্থিত হয়ে তাদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বর থেকে বিক্ষোভকারী ডিএমএফ চিকিৎসকদের একটি র‌্যালি শুরু হয়ে শাপলা চত্বরে অবস্থান নেয়। দাবির পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুনসহ ঘণ্টাখানেক মানববন্ধনের পর আবারও তারা জেনারেল হাসপাতালের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে। এসময় তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে না যাওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুন: কোর্স কারিকুলাম সংশোধনে ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা

দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মো. হুজ্জাতুল্লাহ আনছারী আসিফ বলেন, আমাদের আগেও আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এবার আমরা কোনো আশ্বাস চাই না। আমাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন চাই। তা নাহলে আমরা আর কর্মস্থলে ফিরবো না।

বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্রাকটিশনার অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডা. লাভলু মিয়া বলেন, ম্যাটস শিক্ষার্থীদের চার দফা আন্দোলনকে বেগবান করার জন্য সব শিক্ষার্থী এবং পেশাজীবীকে একত্রিত হয়ে পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে এসব দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন ও ইন্টার্নশিপ বিরতি রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাংলাদেশ ডিপ্লোমা প্রাইভেট প্রাকটিশনার অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. প্রণয় কৃষ্ণ রায় বলেন, একটা জাতির স্বাস্থ্য সেবার গোঁড়ার ভিত্তি হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবাকেন্দ্র। সেখানেই তথা কমিউনিটি ক্লিনিকগুলোতে সরকার ন্যূনতম চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান না থাকা জনবল বসিয়ে রেখেছে অথচ সরকার চাইলেই সে জায়গাগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের সুযোগ দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে পারেন।

ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।