সরকারের সুবিধামতো বানানো সংবিধানে ভোট মেনে নেবো না: চরমোনাই পির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ৩০ আগস্ট ২০২৩

সরকারের ‘সুবিধামতো’ বানানো সংবিধানে ভোট মেনে নেবেন না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

jagonews24

মুফতি রেজাউল করিম বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার নিজেদের মতো সংবিধান তৈরি করেছে। তাদের সুবিধামতো বানানো সংবিধানে ভোট হবে, এটা আমরা মেনে নেবো না। সরকারে থেকেই তারা নির্বাচন করতে চায়। তাদের বানানো সংবিধান আজকে মানুষের অশান্তি তৈরি করছে। তাদের সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই সংবিধান আমরা চাই না। এই অবৈধ সরকার আমরা চাই না, মানি না।’

তিনি বলেন, ‘দিনের ভোট রাতে বাক্সে ভরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দুর্নীতির মাধ্যমে দেশের জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে এই সরকারের নেতারা। এই দেশটা ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা বিপন্ন হবে; আর আমরা বসে বসে দেখবো, এটা হতে পারে না। এই সবের পরিবর্তন আমাদেরকেই করতে হবে।’

jagonews24

চরমোনাই পির আরও বলেন, ‘আমরা এই সরকারকে বলি অবৈধ সরকার। অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত আমরা মেনে নেব না। বর্তমান সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে।’

ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহাম্মদ আলীর সভাপতিত্বে জনসভায় দলের নায়েবে আমির ও প্রেসিডিয়াম সদস্য হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহা. আরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী প্রমুখ জনসভায় বক্তব্য দেন।

আল-মামুন সাগর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।