চলন্ত বাসে ছাত্রীর শ্লীলতাহানি, চালক-হেলপার আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:৫২ এএম, ৩১ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত বাসে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাসচালক এবং হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে তৎক্ষণাৎ অভিযুক্ত চালক ও হেলপারকে আটক করে বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে এ ঘটনা ঘটে। আটক চালক (১৭) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। হেলপার (১৫) একই ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, সে উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুল শেষ করে দুপুর আড়াইটার দিকে বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় বাড়িতে ফেরার জন্য মেসার্স আর এম ট্রান্সপোর্ট কোম্পানির একটি মিনিবাসে ওঠে। বাসটিতে কোনো নম্বর প্লেট ছিল না। এসময় বাসটিতে ছয়-সাতজনের মতো যাত্রী ছিল।

বাসটি এক-দেড় কিলোমিটার যাওয়ার পর বাস থেকে বাকি যাত্রীরা নেমে যায়। আর কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের চালক এবং হেলপার তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। একপর্যায়ে তার হাত ধরে টানা-হেঁচড়া শুরু করে। তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। তাদের কথা না শুনলে মেরে ফেলার হুমকি দেয় তারা। চালক বাসটি মধ্যমকান্দিতে না থামিয়ে তাকে চর বাউশিয়া এলাকার মাজারের দিকে নিয়ে যাচ্ছিল।

এসময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে ভয়ে তারা তাকে বাস থেকে নামিয়ে দেয়। পরে একজনের কাছ থেকে মোবাইল নিয়ে ওই ছাত্রী তার বাড়িতে ফোন দিয়ে ঘটনা খুলে বললে তার চাচা ৯৯৯-এ পুলিশের সহায়তা চান।

বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী ছাত্রীর চাচা বলেন, প্রকাশ্য দিবালোকে এই ঘটনা কীভাবে ঘটতে পারে? বাসটিতে কোনো নম্বর প্লেট নেই শুনেছি। চালক এবং হেলপারের যে বয়স তাতে মনে হয় তাদের লাইসেন্সও নাই। তাহলে এই ধরনের পরিবহন রাস্তায় কীভাবে চলতে পারে?

বিষয়টি সম্পর্কে বিআরটিএ মুন্সিগঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী তৌহিদুল ইসলাম তুষার বলেন, এই পরিবহনের গাড়ির রুট পারমিট নেই। দ্রুতই আমরা এসব গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না এবং চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।