ভালো কাজে ‘আইজিপি পুরস্কার’ পেলো নোয়াখালী জেলা পুলিশ
ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকে পাঁচটি পুরস্কার পেয়েছে নোয়াখালী জেলা পুলিশ। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলিত বছর সার্বিক কার্যক্রম বিবেচনায় জেলা পুলিশকে পুরস্কারগুলো দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৫৯৫ পুলিশ সদস্য পাচ্ছেন ‘আইজিপি ব্যাজ’
এগুলো হলো- সুধারামে দীর্ঘ ২৫ বছর পর সোলায়মান মুহুরি হত্যার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, মালামালসহ অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার, বেগমগঞ্জে প্রবাসীর বাড়ি ডাকাতির ঘটনায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার, চরজব্বরে মোটরসাইকেলচালক মোহাম্মদ করিম হত্যার ক্লুলেস ঘটনায় তিন আসামি গ্রেফতার ও ওই থানায় অস্ত্রসহ ১০ মামলার পলাতক আসামি গ্রেফতার।
পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভালো কাজের জন্য নোয়াখালী জেলা পুলিশকে আগেও আটটি পুরস্কার প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার পাঁচটি পুরস্কার পেল।
তার দাবি, এ সম্মাননা ও পুরস্কার জেলার সব পুলিশ সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে। এজন্য তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস