আইনমন্ত্রী
ড. ইউনূস অন্যায় না করলে খালাস পাবেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। উনি (ড. ইউনূস) যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেছেন, একদল লোক আছে আপনাদের নামে যদি মামলা হয়, তারা কিচ্ছু বলে না। খবরের কাগজে কোনো বিবৃতি দেয় না। কিন্তু তাদের একটা গোষ্ঠী আছে, তাদের যদি একটা চিমটিও দেন- খবরের কাগজে বড় হয়ে যাবে রহিম উদ্দিন আমাদের সলিম উদ্দিনকে চিমটি দিয়াছেন। তাকে শাস্তি দিতে হইবে।
আরও পড়ুন: খাদিজার মামলা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
সর্বজনীন পেনশন স্কিম দিয়ে আওয়ামী লীগের নির্বাচন ফান্ড করা হবে- মির্জা ফখরুলের এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, মাথায় যদি ঘিলু না থেকে অন্য কিছু থাকে তাহলেই এরকম কথা বলা যায়। ওনারা জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে খরচ করে।
তিনি বলেন, সর্বজনীন পেনশন স্কিমের মানে হলো বাংলাদেশের সব নাগরিক পেনশনের জন্য যোগ্য হবেন। সে সরকারি চাকরি করুক বা না করুক। যোগ্যতা লাগবে না। এতে উপকার হবে কার? শেখ হাসিনা না আপনাদের?
আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া প্রমুখ।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস