জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ধলাহার গ্রামের ছাইম উদ্দিনের ছেলে আমানত (৬০) ও পাঁচবিবি উপজেলার নাকুরিয়া গ্রামের সামস উদ্দিনের ছেলে ফিরোজ (৩৭)।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রফিকুল ইসলাম জানান, আমানত ও ফিরোজকে ২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার বালিয়াতর গ্রাম থেকে ৪৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয় জয়পুরহাট সদর থানায় মামলা করে। এরপর থেকে তারা জামিন নিয়ে পালিয়ে ছিলেন।

এদিকে ২০২৩ সালের ২৯ আগস্ট জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা দেন। এরপর দুজনকে গ্রেফতারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।