পাবনায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ : গুলিবিদ্ধসহ আহত ১৩


প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২১ মার্চ ২০১৬

পাবনা শহরের পৈলানপুর মোড়ে সিএনজি অটোবাইকের স্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের রূপকথা গলিতে শহীদ আমিন উদ্দীন আইন কলেজ মাঠে ব্যাটারি চালিত অটোবাইকের স্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদল এর সমর্থক এবং যুবলীগ নেতা হাজী শরিফ এর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বাধে। এরই জের ধরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, ইজি বাইক বা অটোবাইকের স্ট্যান্ড বসানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

তিনি জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি।

একে জামান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।