এত উন্নয়ন করলেন ভোটটা পুলিশকে দিতে হয় কেন: গয়েশ্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

সরকারকে জনগণের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এত উন্নয়ন করলেন ভোটটা পুলিশকে দিতে হয় কেন? জনগণকে (ভোট) দিতে দেন না কেন!

তিনি বলেন, আমরা গণন্ত্রের পথে আছি। আপনারাও আসুন। জনগণই আপনাকে নিরাপত্তা দিয়ে শান্তিতে থাকতে ভূমিকা রাখবে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরে সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ভোলাট্যাঙ্ক রোডে রাসেল চত্বরে সমাবেশ ও শোভাযাত্রা করে যশোর জেলা বিএনপি।

আরও পড়ুন>>> সরকার এখন আইসিইউতে চলে গেছে: রিজভী

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কোনো শক্তি শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখতে পারবে না। জনগণের সামনে মাথা নত তাকে করতেই হবে। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনযুদ্ধে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনার (শেখ হাসিনা) আশেপাশে লুটেরা, দুর্নীতিবাজরা।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু মুখেই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা আর মুদ্রা পাচারের চেতনা এক নয়। খুন করা, গুম করা মুক্তিযুদ্ধের চেতনা নয়। যদিও আপনারা (আওয়ামী লীগ) খুন-গুমের চেতনায় বিশ্বাসী।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, এখন বহু লোক বিদেশে চিকিৎসা করাতে যায়, সেক্ষেত্রে বাধা নেই। খালেদা জিয়ার ব্যাপারে বাধা কিসের? এখনও সময় আছে খালেদা জিয়ার বাধা দ্রুত প্রত্যাহার করেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি প্রতিশোধ নেয় না। খালেদা জিয়া প্রতিশোধ নেন না।

প্রতিদিন মার খাবো এটাও সম্ভব না জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এর জবাব দিতে যেদিন রাস্তায় দাঁড়াবো, সেই দিন কারও পিঠে জায়গা হবে না। তাই সহজভাবে বলছি, গণতন্ত্রের পথে আসুন। গণতন্ত্রের পথে হাঁটুন।

আরও পড়ুন>>> আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও তা বিশ্বাস করে না: মঈন খান

পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এখন বাংলাদেশে পাকিস্তানের বর্বরতাকে হার মানায়। কাল থেকে যদি জনগণ ট্যাক্স বন্ধ করে দেয়, খাজনা বন্ধ করে দেয়- তাহলে বাঁচার জন্য আপনাদের বেতন কি শেখ হাসিনা দেবেন? জনযুদ্ধে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। জনযুদ্ধে জনগণের সঙ্গে দাঁড়ান। জনগণের শাসন করার ক্ষমতা রাষ্ট্র,
সংবিধান আপনাদের দেয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এতে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য সাবেরুল হক সাবু, টিএস আইয়ুব প্রমুখ। সমাবেশ শেষে গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুন নিয়ে অংশ নেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন।

মিলন রহমান/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।