পুলিশের বাধা উপেক্ষা করে ১৫ বছর পর হাতিয়ায় বিএনপির মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:০৫ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

পুলিশের বাধা উপেক্ষা করে দীর্ঘ ১৫ বছর পর নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মিছিল করেছে বিএনপি। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের নেতৃত্বে পৌর এলাকায় মিছিলটি হয়।

এসময় হাতিয়া থানা পুলিশ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। তবে বাধা উপেক্ষা করে মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

এর আগে সবশেষ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ওই এলাকায় প্রকাশ্যে মিছিল করেছিল বলে দাবি নেতাকর্মীদের।

jagonews24

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, বিএনপির মিছিলে আমরা বাধা দিয়েছিলাম, তবে তারা তা উপেক্ষা করে মিছিল করেছে।

এদিকে মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্না, হরনী ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান দোলন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মো. আলী, জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান শাহারাজ, নলচিরা ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল আমিন প্রমুখ।

jagonews24

তানভীর উদ্দিন রাজীব বলেন, দেশের মানুষ মুক্তি চায়। যতই হুমকি, মামলা, নির্যাতন হোক মুক্তির সংগ্রামে নাম লিখিয়েছি। আমরা দেশের মানুষকে সরকারের শোষণ থেকে মুক্ত করার আগে ঘরে ফিরবো না। এ সংগ্রামে জীবন দিতে হলেও প্রস্তুত আছি আমরা।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।