মাদকসহ অনুপ্রবেশ, কারাগারে ভারতীয় নাগরিক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ১১:৩৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সুমিত বর্মণ (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলা দিয়ে শনিবার (২ আগস্ট) সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটক সুমিত বর্মণ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার আগ্রা ফতেপুর এলাকার নেপাল বর্মণের ছেলে।

ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতের আঁধারে দুই বোতল ভারতীয় মদ নিয়ে দামোদরপুর সীমান্তের মেইন পিলার ২৮৮/৫০ এস পিলারের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ভারতীয় নাগরিক সুমিত বর্মণ। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে রাতেই বিরামপুর থানায় মামলা দিয়ে হস্তান্তর করেছেন।

জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক করে নিয়মিত মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছেন। সকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানোর হয়েছে।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।