অসহায়দের চোখের আলো ফেরাতে চেয়ারম্যানের ‘মানবিক অনুদান’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে গরিব অসহায়দের চোখের চিকিৎসায় ১০ লাখ টাকা ‘মানবিক অনুদান’ দিয়েছেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি অ্যান্ড আই হসপিটালে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ওই অনুদান দেন।

এ সময় অনুদানের চেক গ্রহণ করেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অন্ধ কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. মমিনুল ইসলাম বাকের এবং অন্ধ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া।

jagonews24

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, মুজিব বাহিনীর নোয়াখালীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ভিপি মাহফুজুর রহমান বাহার।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির বলেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি অ্যান্ড আই হসপিটাল এ অঞ্চলের অসহায় চোখের রোগীদের ভরসাস্থলে পরিণত হয়েছে। এসব গরীব রোগীদের আরও ভালো চিকিৎসা দিতে আমার প্রতিষ্ঠান ‘একটিভ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

jagonews24

সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, এটি প্রতিষ্ঠার পর থেকে পুরো নোয়াখালীর অসহায় মানুষের চোখের চিকিৎসায় কাজ করে আসছে। কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকেও অসহায় রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। অনুদান পেয়ে আমরা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিরের কাছে কৃতজ্ঞ।

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত বলেন, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ হাসপাতালটি গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এতে অসংখ্য গরীব রোগী চোখের আলো ফিরে পেয়েছে। সমাজের বৃত্তবানরা এভাবে এগিয়ে এলে গরীবদের আরও উপকার হবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।