পটুয়াখালীতে বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে মামলা
পটুয়াখালীর দশমিনায় বিএনপি-পুলিশের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি করেন।
আরও পড়ুন: দশমিনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস