মাদারীপুরে আগুনে পুড়ে ছাই কৃষকের বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মনছুর মৃধা (৫০) নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মনছুর মৃধার রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পরে। পরে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এর আগেই কৃষকের বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

jagonews24

আরও পড়ুন: মধ্যরাতের আগুনে পুড়লো ১০ ব্যবসায়ীর কপাল

ক্ষতিগ্রস্ত কৃষক মনছুর মৃধা বলেন, আগুনে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো। কোথায় থাকবো। আমার সব শেষ হয়ে গেছে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আশপাশে অনেক বসতঘর ছিল, একটু দেরি হলেই বড় ধরনের ক্ষতি হত। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।