নরসিংদী সরকারি কলেজের পুকুরে ভাসছিল কিশোরের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে ফাইজুল মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: অজ্ঞাত পরিবহন কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর প্রাণ

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ফাইজুল মিয়া এ কলেজের শিক্ষার্থী না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গোসলে নেমে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে কাজ করছে পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সজ্ঞিত সাহা/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।