চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ, দোকানির জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

আরও পড়ুন: ৩ গোডাউন নকল সার-কীটনাশক ফেলে পালালেন মালিক 

https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/2222-20230903183019.jpg

তিনি জানান, রামনগর বাজারে মেসার্স পল্লি স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়ায় মালিক মো. শাহীন আলমকে ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় মেসার্স প্রিয় ফুড বেকারির মালিক মো. হাসানুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো সবার সামনে নষ্ট করা হয়।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।