সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

সৌদি আরবে গাড়িচাপায় নুরুল হক ঝন্টু (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর সে দেশের নাজরান নামকস্থানে এ ঘটনা ঘটে।

নুরুল হক ঝন্টু নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের মো. আবদুল হকের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে ঝন্টু সবার বড়।

নিহতের ছোটভাই এমদাদুল হক সাদ্দাম বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতদের বিচার চাই।

আরও পড়ুন: আবুধাবিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবক নিহত 

jagonews24

নিহতের স্বজনরা জানান, ঝন্টু দীর্ঘদিন ধরে এক মালিকের অধীনে চাকরি করে আসছেন। ডিউটির বাইরে মালিকের ভাতিজা ঝন্টুকে দিয়ে রান্নার কাজ করাতে চান। তার কথামতো না চলায় তিনি ঝন্টুর ওপর ক্ষুব্ধ হন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় কফিলের ভাতিজা ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দিয়ে আহত করে ঝন্টুকে। আশপাশের বাঙালিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে ঝন্টুর গ্রামের বাড়িতে গিয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। বাড়িতে অসংখ্য আত্মীয়-স্বজন এসে ভিড় করছেন। বৃদ্ধ বাবা মো. আবদুল হক ও মা মোহছেনা খাতুন ছেলে হারানোর শোকে হাউমাউ করে কাঁদছেন। নিহতের স্ত্রী আসমা আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন।

ঝন্টুর বাবা মো. আবদুল হক জাগো নিউজকে বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই। এছাড়া ছেলের মরদেহ দেশে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।

নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। পরিবারের অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।