মোটরসাইকেল রেখে পালালেন যুবক, তার মাদকের ব্যাগ নিয়ে উধাও আরেকজন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ দেখে মাদকের একটি ব্যাগসহ মোটরসাইকেল রেখে পালিয়েছেন যুবক। পরে জনতার সামনে থেকে মাদকের ব্যাগটি নিয়ে উধাও হয়েছেন এক ব্যক্তি।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এমনই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব দুর্জয় মোড় এলাকায় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে মাদক বহনের ঘটনাটি স্থানীয়দের চোখে ধরা পড়ে। পরে তারা ওই যুবককে আটক করেন। এসময় পুলিশ দেখে মোটরসাইকেল ও মাদকের একটি বড় ব্যাগ রাস্তায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। পরবর্তী সময়ে মহাসড়কের দুর্জয় মোড় এলাকার আপন মিয়া নামের এক ব্যক্তি মাদকের ব্যাগটি নিয়ে উধাও হয়ে যান।

ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আপন মিয়া নামের স্থানীয় এক বাসিন্দা মাদকের ব্যাগটি নিয়ে পালিয়ে গেছেন। মাদকের ব্যাগটি নিয়ে যাওয়ার পর থেকে তিনি তার ফোন বন্ধ করে রেখেছেন।

রাজীবুল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।