পটুয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালী কারাগারে ইসমাইল হাওলাদার (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত ইসলাম হাওলাদার কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নরুল হকের ছেলে। ২৯ জুলাই থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন তিনি।

পটুয়াখালী কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম জাগো নিউজকে বলেন, ২৯ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালী আদালত থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে আসেন ইসমাইল। অসুস্থ হওয়ায় ৩১ আগস্ট থেকে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে রোববার সাড়ে ৯টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেল সুপার আরও বলেন, মরদেহ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।