এসপির নম্বর ক্লোন
‘আমার ড্রাইভার অসুস্থ, তার চিকিৎসার জন্য সহায়তা নিচ্ছি’
হবিগঞ্জের পুলিশ সুপারের (এসপি) সরকারি ফোন নম্বর ক্লোন করে সাহায্য চাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২ সেপ্টেম্বর) হবিগঞ্জ পৌরসভার দুই কাউন্সিলরসহ তিনজনের কাছে ওই নম্বর থেকে ফোন করে কিছু টাকা সাহায্য চাওয়া হয়। কাউন্সিলররা পুলিশকে জানালে নম্বরটি ক্লোন হওয়ার কথা সামনে আসে। তাৎক্ষণিক পুলিশ সুপার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ সুপারের সরকারি নম্বরটি ক্লোন করে পৌরসভার কাউন্সিলর গৌতম কুমার রায় এবং টিপু আহমেদসহ তিনজনের কাছে টাকা চাওয়া হয়। তখন অপরিচিত কণ্ঠ দেখে তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
কাউন্সিলর গৌতম কুমার রায় বলেন, পুলিশ সুপারের নম্বর থেকে ফোন এসেছে দেখে আমি ফোনটি দ্রুত রিসিভ করি। অপরপ্রান্ত থেকে বলা হয়- আমার ড্রাইভার অসুস্থ, তার চিকিৎসার জন্য বিভিন্ন জনের কাছ থেকে সহায়তা নিচ্ছি। আপনিও কিছু টাকা সাহায্য দেন। আমি বিষয়টি সদর থানায় অবহিত করি। নাম্বারটিও দিয়েছি।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, সবাইকে সতর্ক থাকার উদ্দেশ্যে ফেসবুকে পোস্ট করেছি। প্রতারক চক্রকে ধরতে পুলিশের সাইবার বিভাগ কাজ শুরু করেছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জিকেএস