চোরকে পুলিশের তথ্য দিয়ে কম দামে মালামাল হাতিয়ে নিতেন রফিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নগদ টাকা ও বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ মো. রফিক (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি প্রহরীর চাকরির আড়ালে চোরদের পুলিশের তথ্য দিয়ে তাদের কাছ থেকে কম দামে চোরাই পণ্য কিনতেন।

রোববার (৩ সেপ্টেম্বর) মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রফিক হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজচরা গ্রামের মৃত সিদ্দিক উল্যাহর ছেলে।

jagonews24

তার কাছ থেকে নগদ দুই লাখ ৯ হাজার ১৩২ টাকা, ১৩৩ পিস শাড়ি, ৫১ পিস লুঙ্গি, ৩৪ পিস থ্রি পিস, ছয়টি পুরোনো মোবাইল, চিনি-মুদি মালামাল উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য তিন লাখ ৪০ হাজার ৭৫২ টাকা।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মালামালসহ আটক করে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার রফিক সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের নাইট গার্ড ও কাঁচামালের ব্যবসার আড়ালে চোরাই চক্রকে পুলিশের গতিবিধি জানাতেন। বিনিময়ে তিনি কম দামে চোরাই পণ্য কিনে বাজারে বিক্রি করতেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।