লাগেজ ছিনিয়ে নিতে কাস্টমস কর্মকর্তার ওপর হামলা, গ্রেফতার নারী
লাগেজ ছিনিয়ে নিতে বেনাপোল কাস্টমস চেকপোস্টে রাজস্ব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মোছা. রোকসানা (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে কাস্টমসের পক্ষ থেকে মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়। রোকসানা ঢাকার মোহাম্মদপুর থানার বসিলা এলাকার নুরুল ইসলামের মেয়ে।
বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মোছা. রোকসানা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশের আসার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে লাগেজ দিলে তাতে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য দেখা যায়। যাতে সরকারের ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।
আরও পড়ুন: ড্রেনে মিললো ২৩ তাজা ককটেল, আতঙ্কে এলাকাবাসী
তিনি বলেন, কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা সারমিন লাগেজগুলো আটক করলে রোকসানা ও তার সহকারীরা কাস্টমসের ওই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন। পরে আটক লাগেজ ছিনিয়ে নেওয়ার চেস্ট করে ব্যর্থ হন। কাস্টমস ও পুলিশের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হলে রোকসানার সহকারীরা পালিয়ে যান। রোকসানা একজন লাগেজ পার্টির সদস্য। তিনি প্রতিমাসে ৩/৪ বার করে ভারতে যায় এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য এনে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। সরকারি রাজস্ব ফাঁকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। চেকপোস্ট ও খুলনা-কলকাতা রেল লাগেজ পার্টির দৌরাত্ম বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ চেকপোস্টে কর্মরত একজন রাজস্ব কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আমরা মামলার সূত্র ধরে পাসপোর্ট যাত্রী মোছা. রোকসানাকে গ্রেফতার করে যশোর আদালতে পাঠিয়েছি।
মো. জামাল হোসেন/জেএস/জেআইএম