ফেরি করে গাঁজা বিক্রির সময় কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় ফেরি করে গাঁজা বিক্রির সময় রেজাউল করিম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার রেজাউল পৌরসভার বেলঘড়িয়া গ্রামের মৃত কছিমুদ্দিন মাঝির ছেলে।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যার পর বেলঘড়িয়া সড়কে পাতিলে ফেরি করে মাদক কারবারি রেজাউল করিম গাঁজা বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি সিলভার পাতিল তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।