দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছরের সাজাপ্রাপ্ত আবু সালামকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার মাস্টারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবু সালাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব বীরনগর এলাকার বাসিন্দা।

সোমবার রাতে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক সংবাদ সম্মেলনে তথ্য জানান।

তিনি বলেন, জয়পুরহাটের পাঁচবিবিতে ২০১৭ সালের ১৪ জুলাই আবু সালাম দুই শিশুকে টেলিভিশন দেখানোর প্রলোভনে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশুরা নিজেদের বাড়িতে গিয়ে কাঁন্নাকাটি করলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। খবর পেয়ে পুলিশ ওইদিনই আবু সালমকে গ্রেফতার করে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, পরে এ ঘটনায় পাঁচবিবি থানায় আবু সালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। প্রায় চার বছর বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের মাঝামাঝি সময়ে আদালত আবু সালামকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার সময় থেকে আবু সালাম পলাতক ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আবু সালামকে আইনি প্রক্রিয়া শেষে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।