পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:৪১ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

৫ বছর পরে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেহেদী হাসান শামীম চৌধুরীকে আহ্বায়ক এবং জাকারিয়া আহমেদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সই করা এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য বলা হয়।

এদিকে দীর্ঘ ৫ বছর পর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল পযার্য়ের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর এ কমিটির অনুমোদন দেওয়ায় নেতাকর্মীরা মনে করছেন সমসাময়িক বিএনপির রাজনৈতিক আন্দোলন আরও বেগবান করবে। রাতে জেলা ছাত্র দলের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম আরিফ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।