বাগেরহাটে ভোটারের উপস্থিতি কম : ইউপি সদস্য আটক


প্রকাশিত: ০৭:২৪ এএম, ২২ মার্চ ২০১৬

বাগেরহাটের ৭৩টি ইউনিয়নে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি খুবই কম। এদিকে মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মিলন শেখকে আটক করেছে পুলিশ।

প্রতিপক্ষ প্রার্থী কামাল হোসেনের সর্মথকদের সোমবার রাতে মারধর করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়। এঘটনায় মঙ্গলবার সকালে পুলিশ তাকে আটক করে।

সরেজমিনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। এখানকার ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা বসে আছেন। বাগেরহাট সদর উপজেলার দশ ইউনিয়নের অধিকাংশ ভোট কেন্দ্রের চিত্র একই রকম। তবে বেলা বাড়লে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব জায়গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বলে প্রশাসন জানিয়েছে। তবে জেলার মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ সন্তোষ জনক। এই উপজেলার ১৬ টি ইউনিয়নের মধ্যে ৩টি বাদে অন্য সবগুলো ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন হওয়ায় সেখানে ভোটারদের উপস্থিতিও বেশি।

বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়নে ভোট হচ্ছে। এরমধ্যে নয়টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। একারণে এখানকার ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ কম বলে তারা জানিয়েছেন।

শওকত আলী বাবু/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।