বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

মাদারীপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আফ্রিদি (৮) নামের এক শিশু মারা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার বাগেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আফ্রিদি ওই এলাকার মো. বাবু ও লিজা আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে আফ্রিদির বাবা মো. বাবু ও মা লিজা আক্তারের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে আফ্রিদি তার খালা মিতু আক্তারের কাছে বড় হচ্ছিলো। বুধবার বিকেলে সবার অজান্তে আফ্রিদি বাড়ির পাশের একটি ডোবায় পড়ে মারা যান।

আরও পড়ুন: বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

এদিকে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবায় ভাসমান অবস্থায় আফ্রিদিকে দেখতে পান। তাকে ডোবা থেকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।