ওজনে ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

ওজনে ডিজেল কম দেওয়ায় বগুড়ায় এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের মিতালি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই ফিলিং স্টেশন মালিকের জরিমানা

তিনি বলেন, মিতালি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় তারা ডিজেল প্রতি লিটারে ৩৪০ মিলিগ্রাম কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।