হেডফোন নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষের হামলায় আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

নাটোরে হেডফোন নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুড়পট্টির একটি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের চকদৈনাথ এলাকার হামু শেখের ছেলে স্বপন শেখ (২২), একই এলাকার ইসরাফিলের ছেলে আল আমিন (৩০) ও মিঠু মিয়ার ছেলে চঞ্চল (৩২)।

আরও পড়ুন: বগুড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ 

আহত আল আমিন বলেন, দুপুরে গুড়পট্টির কোয়েলের চেম্বারে বসে গল্প করছিলাম। এসময় সোহেল বদু, শাওন ইমন, জীবনসহ ১০/১৫ জন যুবক এসে বলে হেডফোন নষ্ট করেছিস হেড ফোন দিয়ে দে। আমি ওদের বলেছি হেডফোন দিয়ে দিব। তারপরেও তারা চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, হামলার সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলায় তিনজন আহত হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।