কুষ্টিয়ায় নিখোঁজ ইজিবাইকচালকের কঙ্কাল চুয়াডাঙ্গায় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

নিখোঁজের ১৮ দিন পর ব্যাটারিচালিত ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সংলগ্ন একটি নালা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

তার নাম মো. সবুজ মণ্ডল (৩০)। তিনি কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বারাদী এলাকার মৃত বাচ্চু মণ্ডলের ছেলে। সবুজ ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।

কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক জানান, তিনজনকে আটকের পর তাদের স্বীকারোক্তিতে ওই এলাকায় অভিযান চলানো হয়। পরে সেখানকার একটি নালা থেকে সবুজের কঙ্কাল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: এক কবরস্থান থেকে ২০ কঙ্কাল চুরি

এর আগে গত ১৯ আগস্ট কুষ্টিয়া চৌড়হাস মোড় থেকে ইজিবাইকসহ নিখোঁজ হন সবুজ মণ্ডল। পরদিন নিহতের মা রেহেনা খাতুন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তিনজনকে আটক করে।

কুষ্টিয়ায় নিখোঁজ ইজিবাইকচালকের কঙ্কাল চুয়াডাঙ্গায় উদ্ধার

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, তিন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি কুষ্টিয়া পুলিশ নিয়ে যাচ্ছে।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।