একেবারেই ব্যতিক্রম রশুনীয়ার ভোটকেন্দ্র
উপরে টিনের চালা, চারপাশে খোলামেলা। নেই কোন সংঘাত, নেই প্রতিপক্ষের কঠোর অবস্থান। আবার ব্যালট বক্সও রাখা হয়েছে উন্মুক্ত স্থানে। বলছিলাম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রশুনীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রের কথা।
ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ধানিয়াপাড়া বড় আখড়া ভোটকেন্দ্রটির চিত্র দেখলে অনেকে চমকে যেতে পারেন। তবে কেন্দ্রটিতে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, কেন্দ্রটির সঙ্গে সম্পৃক্ত ভোটাররা সকাল থেকেই অনেক সহযোগিতা করছেন। এখানে সকাল থেকে কোন বিশৃঙ্খলা হয়নি।
তিনি জানান, কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ১৯৯৩ জন। দুপুরের মধ্যেই ১ হাজার ভোট গ্রহণ করা হয়েছে।
এদিকে সরেজমিন ঘুরে দেখা গেছে, উন্মুক্ত এ কেনন্দ্রটিতে সুশৃঙ্খলভাবেই দাঁড়িয়ে আছেন ভোটাররা। তবে ইউনিয়ন পরিষদটির অন্যান্য কেন্দ্রে নারী ভোটারদের সংখ্যা বেশি লক্ষ্য করা গেলেও এখানে পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। খোলামেলা পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও প্রার্থী ও ভোটারদের কোন অভিযোগ পাওয়া যায়নি।
দেখা গেছে, কেন্দ্রটির ভেতরে পৃথক কোন রুম না থাকায় পর্দা টাঙিয়ে দুই চারটি রুম করা হয়েছে যেখানে ভোটাররা গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করছেন। পাশাপাশি ভোট প্রদানের পর যেখানে ব্যালট বক্সটি উন্মুক্ত স্থানেই রাখা হয়েছে !
এমএম/জেইউ/এসকেডি/এমএস