জঙ্গলে কাঁদছিল ফুটফুটে নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

নোয়াখালীর সেনবাগে জঙ্গলে পড়ে থাকা ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে তাকে সেখানে কে বা কারা রেখে গেছেন তার হদিস পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে একটি নির্জন জঙ্গল থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নবজাতক বিক্রি করে বিল পরিশোধ, হাসপাতালের কার্যক্রম বন্ধ 

ডুমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন জানান, বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটির কান্নার শব্দ শুনে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।