কিশোরগঞ্জ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত চেয়ে সাংগঠনিক সম্পাদকের পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানশন করে এ পোস্টটি করেছেন। এরইমধ্যে তার ফেসবুক পোস্টটি ভাইরাল হয়েছে।

লুৎফুর রহমান লিখেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির মাধ্যমে জেলা ছাত্রলীগের প্রাণ ফিরিয়ে আনতে হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে অনুরোধ করবো আপনারা কিশোরগঞ্জ এসে সম্মেলনের মাধ্যমে আমাদের নতুন কমিটি উপহার দিবেন।

জানা যায়, ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। কমিটিতে আনোয়ার হোসেন মোল্লা সুমনকে সভাপতি ও মোহাম্মদ ফয়েজ ওমান খানকে সাধারণ সম্পাদক এবং লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সেই এক বছরের কমিটিতে সাড়ে ৩ বছর পার এখনো পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি জেলা ছাত্রলীগ। এতে তৃণমূলে ব্যাপক ক্ষোভের জন্ম হয়েছে।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বলেন, এক বছরের কমিটি দিয়ে সাড়ে তিন বছর চললেও সভাপতি ও সাধারণ সম্পাদক তা পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। তাই আমি এ কমিটি বিলুপ্ত চেয়ে ফেসবুকে পোস্ট করেছি। কারণ সাড়ে তিন বছরে অনেক নেতাকর্মী ঝরে পড়েছে। এ কারণে তৃণমূলে ক্ষোভের জন্ম হয়েছে। কিছু কিছু উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের লোক দিয়ে কমিটি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, সাংগঠনিক পদে থেকে সে এভাবে ফেসবুকে পোস্ট করতে পারে না। বিষয়টি কেন্দ্রে জানানো হবে। পরে কেন্দ্র তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার নেবে। তবে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রক্রীয়াধীন।

এসকে রাসেল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।