বগুড়ায় কলেজছাত্র হত্যায় ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় কলেজছাত্র আরিফুর রহমান হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন।

মামলার পাঁচ আসামির মধ্যে রিপন দাস, শ্রী সম্পদ ও আব্দুল খালেককে আদালতে আনা হয়। বাকি শাহ আলম ও শ্রী সোনা ঘটনার পর থেকে পলাতক।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আরিফুর রহমান অটোরিকশা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি বগুড়া কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি জানান, এ রায়ে আমরা সন্তুষ্ট। বাকি দুই পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানান তিনি।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ এপ্রিল কলেজছাত্র আরিফুর রহমানকে অটোরিকশা বিক্রির কথা বলে ২০ হাজার টাকা বায়নার টাকাসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কলাবাগানে ফেলে রেখে যায়। ঘটনার দুদিন পর ২ মে নিহত আরিফুরের মা খোদেজা বেগম বাদী হয়ে মামলা করেন।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।