ভোলার ৩৬ ইউনিয়নের ৩৫টিতেই আ. লীগ জয়ী


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২২ মার্চ ২০১৬
ফাইল ছবি

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোলার ৩৬ ইউনিয়নের মধ্যে ৩৫টিতেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। বাকি একটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী রিয়াজ হোসেন হান্নান প্রার্থী।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন জেলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে। হান্নানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের আবু তাহের।   

অন্যদিকে আওয়ামী লীগের নির্বাচিত ৩৫ জনের মধ্যে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।

আমিতাভ অপু/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।