কৃষক খুনের ঘটনায় গ্রেফতার দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফেনীর সোনাগাজীতে কৃষক নূরুল হক লিটন খুনের ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন চৌধুরী ও তার ভাই দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার চর দরবেশ ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জমি থেকে ধানের চারা তোলার অভিযোগে আনোয়ার হোসেন চৌধুরী গত ৩ সেপ্টেম্বর দুপুরে আহসান মাঝির ঘাটে লিটনের চায়ে দোকানের সামনে শাবল দিয়ে পিটিয়ে কৃষক নূরুল হক লিটনকে গুরুতর আহত করেন। এতে ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে আনোয়ার হোসেন চৌধুরী, তার ভাই দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।