বালু ভরাট নিয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কোম্পানির জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আনারপুরা এলাকার জেএমআই সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হামলায় আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় কনকর্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রির কেনা ১২ বিঘা জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সমর্থকদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন সমর্থকদের বিরোধ চলছিল। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উভয় পক্ষের কথা-কাটাকাটি হলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
এ ঘটনার রেশ ধরে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার আনারপুরা এলাকার জেএমআই সিএনজি ফিলিং স্টেশনের সামনে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে শাহ আলম গ্রুপের ফয়সাল, আমির হোসেন এবং খোকন আহত হন। অন্যদিকে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সাহিদ মোহাম্মদ লিটন সমর্থক লিমন, সামির ও মশিউর আহত হন। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য পাঠান স্থানীয়রা।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ফয়সাল, হোসেন ও খোকনের আঘাত গুরুতর ছিল। ফয়সালের মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং অন্য দুজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একে অন্যের ওপর দোষ চাপান।
মুন্সিগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জিকেএস