হঠাৎ বুকে ব্যথা নিয়ে ফার্মেসিতে, ওষুধ নেওয়ার আগেই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা শহরের রেলবাজারের একটি ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় মশিউর রহমান (৩৫) নামের এক যুবকের আকস্মিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রেলবাজারে অবস্থিত হোসেন মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে। মশিউর রহমান দামুড়হুদা উপজেলার কুলগাছি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ঠাকুরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও মাদানি এন্টারপ্রাইজের ডেলিভারি স্টাফ ছিলেন।

জানা যায়, কর্মরত অবস্থায় বুকে ব্যথা লাগলে হোসেন মেডিকেলের সামনে এসে দাঁড়ায়। সেখানেই হঠাৎ পড়ে যান তিনি। স্থানীয়রা তাইজুল ইসলামের ভ্যানে করে দ্রুত তুলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফ আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্ত্রীকে অন্যত্র বিয়ে, ক্ষোভে শ্বশুরসহ দুজনকে কুপিয়ে হত্যা

তবে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। দীর্ঘ ৪০ মিনিট অজ্ঞাত পরিচয়ে নিহতের মরদেহ জরুরি বিভাগে ছিল। পরে স্থানীয় পুলিশ সদস্য, ডিএসবি ও সাংবাদিকদের প্রচেষ্টায় মোবাইল মাধ্যমে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। দ্রুতই নিহতের আত্মীয়রা সদর হাসপাতালে জরুরি বিভাগে আসে।

ভ্যানচালক তাইজেল আলী বলেন, রেল বাজারে ওষুধের দোকানের সামনে ওই লোকটি চেয়ারে বসে ছিল। হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ায় আমি ও স্থানীয়রা এগিয়ে আসি। তার শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় সবাই মিলে আমার ভ্যানে তুলে হাসপাতালে নিয়ে আসি। আমি ওনাকে চিনি না।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হুসাইন মালিক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।