পিরোজপুরের ৪০ ইউনিয়নের ১৭টির ফলাফল
পিরোজপুরের জেলার সাত উপজেলার ৪০টি ইউনিয়নে মঙ্গলবার প্রথম পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৭টি ইউনিয়নের ফলাফল জানা গেছে। এসব ইউনিয়নের ১৪টিতে আ.লীগ, জাতীয় পার্টি ১টিতে এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. দিদারুজ্জামান হাওলাদার শিমুল নৌকা প্রতীক নিয়ে ৩,৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হেদায়েতুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ২,৪৬৩ ভোট।
নাজিরপুর উপজেলা ৬নং নাজিরপুর সদর ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. মোশারফ হোসেন খান নৌকা প্রতীক নিয়ে ৭,০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি এসএম আসাদুজ্জামান ধানের শীষ প্রতীক পেয়েছেন ৩,৪৬৫ ভোট।
নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. সাইদুর রহমান নৌকা প্রতীক নিয়ে ৬,৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহীন আহম্মেদ ধানের শীষ প্রতীক পেয়েছেন ৯,৬৪৭ ভোট। ২নং সোহাগদল ইউনিয়নে আ.লীগ প্রার্থী আব্দুর রশিদ মিয়া নৌকা প্রতীক নিয়ে ১১,৭৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হুমায়ূন কবির ধানের শীষ প্রতীক পেয়েছেন ১,৯৮৪ ভোট।
৩নং স্বরূপকাঠি ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. আল আমিন নৌকা প্রতীক নিয়ে ৬,৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন তালুকদার ধানের শীষ প্রথীক পেয়েছেন ৮৩০ ভোট। ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নে আ.লীগ প্রার্থী শেখর কুমার সিকদার নৌকা প্রতীক নিয়ে ৮,৬১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন নান্টু ধানের শীষ প্রতীক পেয়েছেন ১৬৪০ ভোট।
৫নং জলাবাড়ী ইউনিয়নে আ.লীগ প্রার্থী আশিশ কুমার বড়াল নৌকা প্রতীক নিয়ে ৭,৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোহিদুল ইসলাম বাই সাইকেল প্রথীক পেয়েছেন ২,৮৭৯ ভোট। ৬নং দৈহারী ইউনিয়নে আ.লীগ প্রার্থী প্রগতি মন্ডল নৌকা প্রতীক নিয়ে ৪,২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক পেয়েছেন ১,৮৯৬ ভোট।
৭নং গুয়ারেখা ইউনিয়নে আ.লীগ প্রার্থী সুব্রত কুমার ঠাকুর নৌকা প্রতীক নিয়ে ৩,৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন ১,৭১৭ ভোট। ৮নং সমুদয়কাঠি ইউনিয়নে আ.লীগ প্রার্থী মাহামুর করিম সবুজ নৌকা প্রতীক নিয়ে ৫,৮৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাজমুল ইসলাম সাইদ বাই সাইকেল প্রতীক পেয়েছেন ১,২৭৬ ভোট।
৯নং সুটিয়াকাঠি ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. গাউস মিয়া তালুকদার নৌকা প্রতীক নিয়ে ১০,৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতিকুল ইসলাম ধানের শীষ প্রথীক পেয়েছেন ২,১৭২ ভোট। ১০নং সারেংকাঠি ইউনিয়নে স্বতন্ত্র মো. আবু সায়েম আনারস প্রতীক নিয়ে ৪,৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা সরদার ধানের শীষ প্রতীক পেয়েছেন ৯৩৮ ভোট।
কাউখালী উপজেলার ২নং আমরাজুড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. শামসুদ্দোহা অটোরিকশা প্রতীক নিয়ে ১,৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণলাল গুহ কাস্তে প্রতীক পেয়েছেন ১,১৮৬ ভোট। ৩নং কাউখালী সদর ইউনিয়নে আ.লীগ প্রার্থী আমিনুর রশীদ মিল্টন নৌকা প্রতীক নিয়ে ৭,০৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদরুদ্দোজা মিঞা ধানের শীষ প্রতীক পেয়েছেন ৩,১৫১ ভোট।
৭নং গৌরীপুর ইউনিয়নে জাতীয় পার্টি-জেপি প্রার্থী মো. মজিবুর রহমান চৌধুরী বাই সাইকেল প্রতীক নিয়ে ৩,৮০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খালেকুজ্জামান নিপু আনারস প্রতীক পেয়েছেন ৩,৬১৫ ভোট। ৬নং টিকিকাটা ইউনিয়নে আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম রিপন জমাদ্দার নৌকা প্রতীক নিয়ে ৫,২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ লাবু হাতপাখা প্রথীক পেয়েছেন ২,২১৮ ভোট।
১০নং হলাতা-গুলিশাখালী ইউনিয়নে আ.লীগ প্রার্থ মো. রিয়াজুল আলম নৌকা প্রতীক নিয়ে ৫,২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ আনারস প্রতীক পেয়েছেন ৪,১১৪ ভোট।
হাসান মামুন/বিএ