পিরোজপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গাড়ি ভাঙচুর : আহত ১২


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৮ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাউখালীতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাতে এসব হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নে জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমান টুলুর প্রচার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি ভাঙচুর করেছে আওয়ামী লীগের প্রার্থী বাদশা মিয়ার সমর্থক ও কর্মীরা।

ধাওয়া বাজার থেকে টুলুর কয়েকজন কর্মী নিয়ে রাতে রাজপাশা (ছাদনার হাট) বাজারে এলে বাদশা মৃধার উপস্থিতিতে তার ভাই ও কর্মীরা গাড়িটি ভাঙচুর করে। এসময় দুর্বৃত্তদের হামলায় ড্রাইভার হাবিবুর রহমান, সোহাগ ডাকুয়া, জুয়েল গাজী, কাওছার বেপারী ও ইউসুব মৃধা আহত হন। এঘটনায় শুক্রবার সকালে ভান্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে বলে ওসি কামরুজ্জামান জানিয়েছেন।

অপর দিকে, মঠবাড়িয়া উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. নাছির আহমদের কর্মীরা রাতে বড়মাছুয়া বাজারে ৫/৬টি ককটেলের বিষ্ফোরণ ঘটায় বলে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দিন দাবি করেন।

মঠবাড়িয়া থানা পুলিশের ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কে বা কাহারা কয়েকটি পটকা ফুটিয়েছে।

বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দিন বলেন, নাছিরের কর্মীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে বাজারে আমার বাসাসহ শামসুল হকের বাসা ভাঙচুর, লুটপাট ও পলাশের কাপড়ের দোকান লুটপাট করে। অবশ্য নাছির আহমেদ এ সকল ঘটনার বিষয় কিছুই জানেন না বলে জানান।

এদিকে কাউখালীর চিরাপাড়া-পারসাতুরিয়া আওয়ামী লীগ প্রার্থী মো. মাহমুদ খান খোকনের চাচা আব্দুল মজিদ খান (৬০) ও তার কর্মী সেলিমকে কুপিয়ে আহত করেছে জাতীয় পার্টি জেপির প্রার্থী বজলুর রহমানের সমর্থকরা। উপজেলার নিলতি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউখালী থানা পুলিশের ওসি মো. জাহাঙ্গীর হোসেন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে। ভান্ডারিয়ার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামে জেপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই হাওলাদারের দুই কর্মী লিটন ও মিলন পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাদেরকে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান মামুন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।