১২ লাখ টাকার নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০০ কেজি শাপলাা পাতা মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার মহিপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, মৎস্য বন্দর মহিপুর থেকে এক ব্যবসায়ী সুগন্ধা নামের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে মাছগুলো নেওয়ার চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। তবে এ মাছ কোথা থেকে কেনা হয়েছে বা কারা পাচার করছিল তাদের কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার মো. সেলিম মন্ডল পিও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি বাস থেকে ৫০০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে মহিপুর বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।