কিশোরীকে ডেকে নিয়ে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে রূপালী (১৬) নামের এক কিশোরী হত্যায় প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে ।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সঙ্গে আসামি সাজাদুলের চার একর খাসজমি নিয়ে শত্রুতা চলছিল। এজন্য আসামি কৌশলে জলিলের মেয়ে রূপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে রূপালীকে ফুসলিয়ে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে যান সাজাদুল। পরে তাকে নদীর পাড়ে নিয়ে মারপিট করে হাত-পা বেঁধে হত্যা করেন। পরে কেরোসিন ঢেলে মরদেহ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান।

পরেরদিন সকালে রূপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।