জয়পুরহাটে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন, দুজনের ১০ বছর জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে পৃথক মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও দুজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাবর মণ্ডলের ছেলে রব্বুল মণ্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এরমধ্যে রব্বুল ও রিপন পলাতক।

১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হারুনুর রশিদ ও উত্তর গোপালপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে হায়দার আলী।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুরে অভিযান চালায় পুলিশ। এসময় রব্বুল ও রিপনের কাছ থেকে এক হাজার ৪৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাহাবুল পালিয়ে যান। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় মামলা করেন। বৃহস্পতিবার এ মামলার রায়ে আদালত তিনজনের যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। মামলার আরেকটি ধারায় তাদের তিনজনকেই ১০ বছরের কারাদণ্ড, অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ২০২১ সালের ৬ জুন বিকেলে পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের ছোট যমুনা নদীর পাশ থেকে ১৮৪ বোতল ফেনসিডিলসহ হারুনুর রশিদ ও ৯৭ বোতল ফেনসিডিলসহ হায়দার আলীকে গ্রেফতার করা হয়। তাদের ১০ বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।