সপ্তম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ, মুচলেকা দিলেন মা
সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন মা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বেদেপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আগরদাঁড়ি মহিলা দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী একই গ্রামের মো. মাসুদ রানার মেয়ে।
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আজম জাগো নিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করেন। এ সময় বিয়ে আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। যাতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করবেন না।
আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস