সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে: দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এ সরকার পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত যে আন্দোলন চলছে চলবেই। প্রয়োজনে ঢাকাসহ সারাদেশকে অচল করে এ সরকারের পতন ঘটানো হবে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, সেলফি তুলে লাভ নেই। আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ। আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না। আওয়ামী লীগমুক্ত হবে আগামী নির্বাচন। নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ যতরকম ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না।

বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ষড়যন্ত্র ও ভোট কারচুপি করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এ সরকার। এজন্যই বিএনপিসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এ সরকারের আর সাতপাঁচ করে ক্ষমতায় থাকার উপায় নেই। সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ দাবি করেছে।

নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।