জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুলছাত্র রিহানকে হত্যা
কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্কুলছাত্র রিহানকে (১১) হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি অধিনায়ক এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রিহান কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
অপরদিকে গ্রেফতাররা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার সুজনের ছেলে ইমরান (২৮), একই উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোস্তফা (৩২) ও রুবেল (২৫)।
আরও পড়ুন: ৫ লাখ টাকার মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র হত্যা
এ কে এম মুনিরুল আলম জানান, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে স্কুলে যাওয়ার পথে জগন্নাথপুর এলাকা থেকে নিখোঁজ হয় রিহান। একই দিন রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার খাইল্লারচর এলাকায় মেঘনা নদী থেকে রিহানকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পারে তার পরিবার। ১৩ সেপ্টেম্বর এ ঘটনায় তার বাবা মো. শাহজাহান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন একটি বিশেষ অভিযানে জগন্নাথপুর এলাকা থেকে ইমরান, মোস্তফা ও রুবেলকে গ্রেফতার করা হয়।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস