কাজ করেন বেকারিতে, আড়ালে ইয়াবার কারবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

কাজ করেন বেকারিতে, আড়ালে ইয়াবার কারবার। এ অভিযোগে ফেনীতে আবুল কালাম বাচ্চু (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ৪৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালাম বাচ্চু ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর আজিম বেপারী বাড়ির রবিউল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা ফাজিলপুর মাদরাসা সংলগ্ন স্থানে অভিযান চালান বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এসময় মধুমতি বেকারির স্টাফ কোয়ার্টার থেকে মাদক কারবারি বাচ্চুকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, বাচ্চুর বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা চলমান। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।