ছাগল চুরি করতে গিয়ে পাঁচবারের মতো ধরা পড়লো স্বামী-স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গা পৌরশহরে ছাগল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন লাভলু (৩০) ও তার প্রিয়া খাতুন (২৭) নামে এক দম্পতি। তাদের মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের বেলগাছি ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। লাভলু কুষ্টিয়ার চৌড়হাস ক্যানালপাড়ার হারুন বিশ্বাসের ছেলে। স্ত্রী প্রিয়াসহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চুরির ঘটনায় এ দম্পতির সহযোগী হিসেবে ছিলেন ইজিবাইক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলা শৈলগাড়ি গ্রামের আজগার আলীর ছেলে আবুল হোসেন (৪২)। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে পুলিশ।

জানা গেছে, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় এসে বিভিন্ন এলাকার ছাগল চুরিই লাভলু ও প্রিয়া দম্পতির পেশা। এর আগেও চারবার ধরা পড়েছে পুলিশের হাতে। মামলা হয়েছে, জেলেও খেটেছেন। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যার ছাগল পেয়েছেন, চুরি করে ইজিবাইকে নিয়ে পালিয়েছেন। আবারো ধরা পড়ে তারা চুরির কথা স্বীকারও করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল জাগো নিউজকে বলেন, দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার চাঁদ আলীর ছেলে আবুল কালামের দুটি ছাগল ইজিবাইকে তুলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে স্থানীয় জনতা। এ সময় স্থানীয় জনতা তাদের মারধর করলে ওই তিনজন আহত হন। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি আরও বলেন, আহতদের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকচালক শৈলগাড়ি গ্রামের আবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাভলু ও তার স্ত্রী প্রিয়া খাতুন এর আগেও ছাগল চুরি করে চারবার ধরা পড়েছেন।

হুসাইন মালিক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।