কুমিল্লায় অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত পণ্যের দাম (আলু, দেশি পেয়াজ, ডিম ও ভোজ্যতেলের) সম্পর্কে জানাতে কুমিল্লা নগরীতে বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নিউমার্কেট ও রানীর বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি, গুনলেন জরিমানা
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার উদ্যোগে নগরীর নিউমার্কেট ও রানীর বাজার এলাকায় নিত্যপণ্যের দোকান, ফার্মেসি ও কসমেটিকস দোকান মনিটরিং করা হয়। এসময় বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত পণ্যের দাম (আলু, দেশি পেয়াজ, ডিম ও ভোজ্যতেল) সম্পর্কে ব্যবসায়ীদের জানানো হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে মেসার্স সিফোরাকে দুই হাজার টাকা, রকিব মেডিকেল হলকে চার হাজার টাকা এবং দেলেয়ার স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
ভোক্তাদের উদ্দেশ্যে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যেসব নিত্যপণ্যের মূল্য নির্ধারিত করা হয়েছে তারা যেন দেখে শুনে কেনেন এবং উচ্চমূল্যে বিক্রি অবশ্যই ভোক্তা অধিকারকে জানান। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস