‘আমারে দাওয়াত দিছস, ব্যানারে নাম দিস নাই কেন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ফেনীর ফুলগাজীতে নিজের নাম না থাকায় মঞ্চে লাগানো সংসদ সদস্যের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাটে নোয়াজ ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ফয়েজুন্নেছা ইসলামিয়া দাখিল মাদরাসার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। মঞ্চে লাগানো ব্যানারে ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারের নাম সম্বলিত ব্যানার দেখে ক্ষুব্ধ হন তিনি। এক পর্যায়ে সংসদ সদস্যের সামনে তার লোকজন সেই ব্যানার খুলে ফেলেন। পরে ব্যানার ছাড়াই ওই ভবন উদ্বোধন করেন শিরিন আখতার।

jagonews24

আরও পড়ুন: রাতে গায়েব হয়ে যায় ধানের শীষের পোস্টার-ফেস্টুন

উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার উত্তেজিত হয়ে বলেন, ‘তোরা আমারে দাওয়াত দিছস, ব্যানারে নাম দিস নাই কেন’।

এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা আবুল কাশেম মজুমদার বুলবুল বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ব্যানারে উপজেলা চেয়ারম্যানের নাম দেওয়া হয়নি। এজন্য আমরা দুঃখ প্রকাশ করেছি।

মাদরাসা সুপার জয়নাল আবেদীন বলেন, আমাদের ভুল হয়েছে। এ ধরনের ভুল আর হবে না।

ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, উপজেলা চেয়ারম্যানের নাম না থাকায় ব্যানার খুলে ফেলা হয়।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।